Quarantine leave কোয়ারেন্টাইন লিভ 👉 এই প্রকার ছুটি কয়েকটি বিশেষ ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কর্মচারী বা তার পরিবারের / একই বাড়ীর কেউ আক্রান্ত হলে যদি কর্মক্ষেত্রে তার উপস্থিতি অন্য কর্মচারীদের বিপজ্জনক মনে হয় তাহলে এই প্রকার ছুটি সংশ্লিষ্ট কর্মচারী পেতে পারে ৷ 💠 কোন কোন রোগের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে- Sacrlet Fever Plague ( Bueekmonic or bubonic) Typhus Cerebro-spinal meningitis এছাড়া যারা খাবার প্রস্তুতি বা বিতরনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নীচের রোগগুলি ও প্রযোজ্য Dysentery Enteric fever (Typhoid fever) Malta Fever Paratyphoid fever ➡️বর্তমানে আরও কয়েকটি রোগ সংযোজিত হয়েছে যেমন- {সূত্র -No.3230- F(P) Dt.18.11.20} SARS MARS COVID-19 Avian Influenza (H5N1)/ Novel Influenza Crimean Congo Haemorrhagic Fever (CCHF) 🙋 এই প্রকার ছুটি সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত পাওয়া যায় মেডিক্যাল অফিসার বা পাবলিক হেল্থ অফিসারের সার্টফিকেটের ভিত্তিতে ৷ ➡️ এই প্রকার ছুটি অন্য ছুটির সঙ্গে Continue করা যায় ৷ Quarantine leave. Rule 198. (1) Where...
Its all about knowledge and education. West Bengal service rule and law. Know the service rules and other Government circulars and orders. This is specifically for the employees of West Bengal. Leave rules, seniority rules, WBSR part 1 and part 2.