বীরভূম জেলা আদালতে কর্মচারী নিয়োগ Recruitment in Birbhum Judge Court মোট শূন্যপদ = ৯৩ আবেদনের শেষ তারিখ ১২ | ০৫ | ২০২২ অনলাইনে আবদেন করতে হবে ৷ আবেদনের লিঙ্ক - drcbirbhum2022.in 👉 ইংলিশ স্টেনোগ্রাফার 👉মোট শূন্য পদ = ০৫ 👉বয়স - ১৮-৩৯ (সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন ) 👉যোগ্যতা - মাধ্যমিক, শর্টহ্যান্ডে ৮০টি ও টাই পে ৩০টি শব্দ প্রতি মিনিটে করতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 👉পরীক্ষার ফি সাধারণ ওবিসি প্রার্থীদের ৮00 টাকা এসসি এসটি প্রার্থীদের ৬00 টাকা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ৪৮0 টাকা 👉 Bengali Translator মোট শূন্যপদ ৩ বয়স - ১৮-৩৯ (সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন ) পরীক্ষার ফি সাধারণ ওবিসি প্রার্থীদের ৭০০ টাকা এসসি এসটি প্রার্থীদের ৫00 টাকা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ৪২0 টাকা শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অনুবাদের দক্ষতা থাকতে হবে ৷ অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে ভাষা বিষয়ে স্নাতক অগ্রাধিকার পাবেন কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ও টাইপিং এর দক্ষতা থাকতে হবে ৷ 👉 লোয়ার ডিভিশন ক্লার্ক যোগ্যতা...
Its all about knowledge and education. West Bengal service rule and law. Know the service rules and other Government circulars and orders. This is specifically for the employees of West Bengal. Leave rules, seniority rules, WBSR part 1 and part 2.