কীভাবে আপনার Mobile এ Pay slip Download করবেন
আপনার মোবাইলে খুব সহজেই আপনি Pay slip Dowload করতে পারেন ৷ এই পদ্ধতিটি অনেকেরই হয়ত জানা আছে। যাদের জানা নেই তারা নীচের step গুলি দেখে আপনার Smart Phone এ pay slip Download করতে পারবেন।
১. আপানার মোবাইলে Google Search এ গিয়ে
wbifms লিখে সার্চ করুন ৷ সবচেয়ে উপরে wbifms এ click করুন৷
২. হোম পেজ খুলে গেলে eServices for Employees থেকে Sign in এ Click করুন ৷
৩. Unique ID এর জায়গায় HRMS ID লিখুন ও Password এর জায়গায় আপনার Password টি লিখুন ৷ Pasrword মনে না থাকলে Forget Password থেকে Password Reset করতে হবে।
এরপর LOGIN এ click করুন৷
৪. আপনার profile খুলে যাবে ৷ এরপর My Documents এ click করুন৷
৫. View Payslip এ Click করুন৷
৬. যে মাসের Pay slip Download করতে চান৷ সেইবছর ও মাস সিলেক্ট করুন ৷
৭. আপানার Pay slip pdf ফর্মাটে Download হয়ে যাবে ৷
©️ সরকারী বন্ধু
GRIPS Portal is an online portal that is launched by the finance department of West Bengal. The state government of West Bengal launched GRIPS Portal WBIFMS where all the people of the state can pay taxes online. GRIPS Login
ReplyDelete