Skip to main content

GPF statement download

 





📲🤳কীভাবে আপনার মোবাইলে GPF স্টেটমেন্ট ডাউনলোড করবেন?
How you can download GPF statement on your mobile?


#sarkaribandhu

  1. প্রথমে আপনার মোবাইলে  Google সার্চে গিয়ে agwb টাইপ করুন ৷ এরপর সার্চ এ ক্লিক করুন





2. এখানে  সবচেয়ে উপরে Principal Accountants General সাইটটি show করবে




3.e-GPF Status Login এ ক্লিক করুন ৷





4. SUBSCRIBER LOGIN এ ক্লিক করুন৷





5. ঘরগুলিতে আপনার তথ্য গুলি দেন। GPF no এই ঘরে শুধু GPF নম্বরটি লিখুন ৷  সবশেষে Image Code টি দেন।




7. সব তথ্য দেওয়ার পর Submit এ ক্লিক করুন ৷



8. এরপর আপানার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ৷ OTP এন্টার করুন ৷ Submit বটন ক্লিক করুন ৷


9. আপানার GPF অ্যাকাউনের Dashboard ওপেন হবে ৷





 10. উপরের দিকে GPF অ্যাকাউন্ট statement এর ঘরে ক্লিক করুন৷




11. কোন Financial Year এর জানতে চান ৷ সেটি Select করুন ৷

এরপর ডাউনলোড এ ক্লিক করলে GPF স্টেটমেন্ট আপানার মোবাইলে Downlond হয়ে যাবে।



12. আপনার স্টেটম্যন্ট PDF ফরম্যাটে Download হবে। ওপেন করলে আপনার GPF অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে পাবেন।

©️ সরকারী বন্ধু




Click here for more details



এছাড়া আপনি WBifms এ user Id ও Password দিয়ে GPF এর বর্তমান স্থিতি জানতে পারবেন ৷


১. Google এ wbifms লিখে সার্চ করুন ৷ সবচেয়ে উপরে wbifms এ ক্লিক করুন ৷



২. এরপর wbifms এর Portal খুলে যাবে। এখানে e Services for employees এ Click করুন৷




৩. sign in এ Click করুন ৷




৪. আপনার নিজের Profile খুলে যাবে ৷ নীচের দিকে GPF এ Click করুন ৷










৫. Report এ Click করুন ৷

৬. GPF Account Statement এ Click করুন৷

৭. Employee Number ও Financial Year সিলেক্ট করুন৷ Statement Tipe এ Detail Statement Select করুন৷ Generate Report এ Click করুন ৷


আপনার মোবাইলে GPF statement এর pdf Format Save হয়ে যাব ৷






©️সরকারী বন্ধু
Sarkari Bandhu
Watch video below












General Provident Fund জি পি এফ


General Provident Fund Rules


কীভাবে আপনার মোবাইলে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন


Group Insurance scheme জি আই এস


GIS Rules


Annual increment


সারভিস বুক


কীভাবে আপনার মোবাইলে Pay slip Download করবেন?


নাম বা পদবির পরিবর্তনের পদ্ধতি


Cashier and cashbook


Structure of Government account




           


Comments

Popular posts from this blog

West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980

  West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980 1. Short title, application and commencement (1) These rules may be called the West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980. (2) They shall apply to all employees at die Goverment of West Bengal: Provided that nothing in these rules shall apply to persons appointed to any All India Service and members of the Police, and Jail Staff falling under the purview of the Jail Code. (3) They shall be deemed to have come into force with effect from the 1st, day of June, 1980. 2. Definitions In these rules, unless there is anything contrary to the context.- (a) ”appointing authority” in relation to a Government employee, means the authority empowered to make appointment to the service or post held by him for the time being: (b) ”Government” means the Government of West Bengal; (c) ”Govemment employee” means a person appointed to a service or post in conn

Leave rules

 Leave Rules সাধারন নিয়মাবলী Leave rules ➡️ যে সমস্ত সরকারী কর্মচারী চাকরী থেকে dismiss বা remove করা হয়েছে , কিন্তু appeal বা revision এ পুনঃবহাল হয়েছেন তারা আগেকার চাকরীর ছুটি পাওয়ার যোগ্য। ➡️ কোনো সরকারী কর্মচারী যদি অন্য দপ্তরে আবেদন করেন (অন্য অফিস বা Department) সেই আবেদন যদি Through Proper Channel করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার পূর্ববর্তী service এর leave Count করা হবে। ➡️ ছুটি কর্মচারীর অধিকারের মধ্যে পাড়ে না। ➡️ ছুটি চলাকালীন কোনো কর্মচারীকে ছুটি থেকে Recall ও করা যেতে পারে ৷ ➡️ যে সব কর্মচারী medical Certiticate এ ছুটিতে আছেন তাকে join করার আগে Fitness Certificate দাখিল করতে হবে। ➡️ কোনো সরকারী কর্মচারী একটানা ৫ বছরের অধিক ছুটিতে থাকতে পারবে না ৷ ( R.34) ➡️ ইচ্ছাকৃত অনুপস্থিতির জন্য কর্মচারীর বিরুদ্ধে disciplinary action নেওয়া হতে পারে ৷ ➡️ বিশেষ কারণে কোনো ছুটিতে থাকা  কর্মচারীর ১৪ দিন পর্যন্ত retrospectively বর্ধিত করা হতে পারে। *A Government employee who is dismissed or removed form the public service, but is reinstated on appeal or revision is entitled ot count his form