📲🤳কীভাবে আপনার মোবাইলে GPF স্টেটমেন্ট ডাউনলোড করবেন?
How you can download GPF statement on your mobile?
#sarkaribandhu
প্রথমে আপনার মোবাইলে Google সার্চে গিয়ে agwb টাইপ করুন ৷ এরপর সার্চ এ ক্লিক করুন
2. এখানে সবচেয়ে উপরে Principal Accountants General সাইটটি show করবে
3.e-GPF Status Login এ ক্লিক করুন ৷
4. SUBSCRIBER LOGIN এ ক্লিক করুন৷
5. ঘরগুলিতে আপনার তথ্য গুলি দেন। GPF no এই ঘরে শুধু GPF নম্বরটি লিখুন ৷ সবশেষে Image Code টি দেন।
7. সব তথ্য দেওয়ার পর Submit এ ক্লিক করুন ৷
8. এরপর আপানার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ৷ OTP এন্টার করুন ৷ Submit বটন ক্লিক করুন ৷
9. আপানার GPF অ্যাকাউনের Dashboard ওপেন হবে ৷
10. উপরের দিকে GPF অ্যাকাউন্ট statement এর ঘরে ক্লিক করুন৷
11. কোন Financial Year এর জানতে চান ৷ সেটি Select করুন ৷
এরপর ডাউনলোড এ ক্লিক করলে GPF স্টেটমেন্ট আপানার মোবাইলে Downlond হয়ে যাবে।
©️ সরকারী বন্ধু
এছাড়া আপনি WBifms এ user Id ও Password দিয়ে GPF এর বর্তমান স্থিতি জানতে পারবেন ৷
১. Google এ wbifms লিখে সার্চ করুন ৷ সবচেয়ে উপরে wbifms এ ক্লিক করুন ৷
২. এরপর wbifms এর Portal খুলে যাবে। এখানে e Services for employees এ Click করুন৷
৩. sign in এ Click করুন ৷
General Provident Fund জি পি এফ
কীভাবে আপনার মোবাইলে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন
Group Insurance scheme জি আই এস
কীভাবে আপনার মোবাইলে Pay slip Download করবেন?
নাম বা পদবির পরিবর্তনের পদ্ধতি
Structure of Government account
Comments
Post a Comment