Revisions of Pay and Allowances in brief
West Bengal Services (Revision of Pay and Allowance) Rules. 1998.
রোপা ১৯৯৮
কার্যকারিতার দিন : ০১. ০১. ১৯৯৬
অপশন : অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন প্রকাশের ১৮০ দিনের মধ্যে ৷ কোনো সাসপেন্ডড কর্মচারী পুনঃবহাল / অফিসে যোগদানের ১৮০ দিনের মধ্যে ৷ কর্মচারী ডেপুটেশন/ ফরেন সার্ভিস / ছুটিতে থাকলে ডেপুটেশন/ ফরেন সার্ভিস / ছুটি থেকে ফেরার পর ১৮০ দিনের মধ্যে H. O .O পৌঁছতে হবে ৷
বেতন নির্ধারণ ঃ
একজন কর্মচারী যদি রিভাইস স্কেলের জন্য ০১.০১.১৯৯৬ থেকে ০১.০১.১৯৯৭ মধ্যে যে কোনো তারিখ নির্ধারন করেন অথবা ধরে নেওয়া হয় তিনি ০১.০১.১৯৯৬ নিধারন করেছেন তবে তার বেতন এরূপ নির্ধারিত হবে -
👉 বর্তমান ভাতার সঙ্গে বেসিক পের ৪০% শতাংশ সংযোজিত হবে,
👉 বর্তমান ভাতা এমন ভাবে বৃদ্ধি করা হবে যাতে রিভাইস স্কেলের পরবর্তী ধাপে নির্ধারিত হবে শর্তসাপেক্ষে
➡️ রিভাইস পে রিভাইস স্কেলের ন্যূনতম হলে ন্যূনাতমতে নির্ধারিত হবে,
➡️ রিভাইস পে রিভাইস স্কেলের সর্বোচ্চ বেতনের বেশী হলে, সর্বোচ্চ বেতনে নির্ধারিত হবে এবং অবশিষ্ট পারসোন্যাল পে হিসাবে অ্যাডজাস্ট করা হবে যখন সেটি Due হবে ৷
ইনক্রিমেনের তারিখ :
রিভাইস বেতন নির্ধারনের দিন থেকে বারো (১২) মাস চাকুরী সম্পূর্ন হবার পরের দিন ৷
Payment of arrears—এই বিধিগুলির অন্য কোথাও থাকা সত্ত্বেও, বা আপাতত বলবৎ অন্য কোনও নিয়মে, ১ লা জানুয়ারী, ১৯৯৬ থেকে ৩১ শে মার্চ, ১৯৯৭ পর্যন্ত সময়ের জন্য কোন সরকারি কর্মচারী প্রাপ্য হতে পারে এমন কোন বকেয়া বেতন নেই, সরকারী কর্মচারীকে প্রদান করা হবে। বকেয়া বেতন যা ১লা এপ্রিল, ১৯৯৭ থেকে ৩১ শে অক্টোবর, ১৯৯৮ পর্যন্ত, সরকারী কর্মচারীকে তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করার মাধ্যমে অর্থ প্রদান করা হবে৷সময়কালের জন্য সরকারি কর্মচারী প্রাপ্য হতে পারে। ১লা নভেম্বর, ১৯৯৮ থেকে কার্যকর সংশোধিত বেতন নগদে প্রদান করা হবে৷
কর্মচারীদের শ্রেণীবিন্যাস :
পে বা পে স্কেল অনুযায়ী কর্মচারীদের শ্রেণী বিন্যাস করা হয়েছে।
GROUP A > ১০১৭৫ টাকা ৷
১০১৭৫ টাকা > /= GROUP B > ৭০৫০ টাকা৷
৭০৫০ টাকা > /= GROUP C > ৪৪০০ টাকা৷
৪৪০০ টাকা > / = GROUP D
এইখানে রোপা ১৯৯৮ বিস্তারিত জানুন
West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2009.
কার্যকারিতার দিন : ০১. ০১. ২০০৬
অপশন : অফিসিয়াল গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে ৷
বেতন নির্ধারণ : বর্তমান পে এর সাথে ১.৮৬ গুন করে পরবর্তী ১০ এর গুণিতকের সঙ্গে সংশ্লিষ্ট স্কেলের গ্রেড পে সংযোজিত হবে।
Fixation of pay on promotion on or after 1st day of January, 2006. – (1) In case of promotion from one grade pay to another in the revised pay structure on or after the 1st day of January, 2006, the fixation of pay of a government employee shall be made in the following manner, namely:–
(a) one increment equal to three per centum (3%) of the sum of the pay in the pay band and the existing grade pay shall be computed and rounded off to the next multiple of 10;
(b) the amount arrived at in clause (a) shall be added to the existing pay in the pay band and in case the pay in the pay band after adding the increment is less than the minimum of the higher pay band to which promotion is taking place, pay in the pay band shall be stepped up to such minimum; after the pay in the pay band so determined, grade pay corresponding to the promotional post shall be granted in addition to this pay in the pay band.
(2) In case where promotion of a Government employee involves change in the
pay band, the same methodology as mentioned in clause (a) to clause (c) of sub-rule (1) for fixation of pay, shall be applicable.
(3) The benefit of fixation of pay available at the time of normal promotion under
this rule shall be allowed in case of non-functional movement to higher scales.
ইনক্রিমেন্টের তারিখ : ১ লা জুলাই বর্তমান পে এর ৩%, হারে ৷
কর্মচারীদের শ্রেণীবিন্যাস :
GROUP A : পে ব্যান্ড নং ৪ ও ৫ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ৪৪০০ টাকা থেকে ১০০০০ টাকার মধ্যে ৷
GROUP B: পে ব্যান্ড নং ৩ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ৩২০০ টাকা থেকে ৪১০০ টাকার মধ্যে ৷
GROUP C: পে ব্যান্ড নং ২ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ১৯০০ টাকা থেকে ২৯০০ টাকার মধ্যে ৷
GROUP D: পে ব্যান্ড নং ১ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে ৷
এইখানে রোপা ২০০৯ বিস্তারিত জানুন
West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2019
কার্যকারিতার দিন : ০১. ০১. ২০১৬
অপশন : অফিসিয়াল গেজেটে প্রকাশের ৩ মাসের মধ্যে ৷
পে নিধারন :
ইনিশিয়াল পে বর্তমান পে এর সঙ্গে ২.৫৭ গুন করে তার নিকটবর্তী টাকা যেটি পে ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট সেল ৷
প্রমোশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট লেভেলে একটি ইনক্রিমেন্ট দিয়ে পরবর্তী লেভেলে পরবর্তী উচ্চতর বেতনের সেলে নির্ধারিত হবো।
ইনক্রিমেনের তারিখ : ১লা জুলাই ৷
কর্মচারীদের শ্রেণীবিন্যাস :
GROUP A : পে লেভেলে ১২ ও উচ্চতর পদ৷
GROUP B: পে লেভেলে ৮ থেকে ১১ সমস্ত পদ৷
GROUP C: পে লেভেলে ৩ থেকে ৭ সমস্ত পদ৷
GROUP D: পে লেভেলে ১ও ২ সমস্ত পদ৷
এইখানে রোপা ২০১৯ বিস্তারিত জানুন
Comments
Post a Comment