Skip to main content

Revisions of Pay and Allowances in brief

 

Revisions of Pay and Allowances in brief

West Bengal Services (Revision of Pay and Allowance) Rules. 1998. 


রোপা ১৯৯৮

কার্যকারিতার দিন : ০১. ০১. ১৯৯৬

অপশন : অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন প্রকাশের ১৮০ দিনের মধ্যে ৷ কোনো সাসপেন্ডড কর্মচারী পুনঃবহাল / অফিসে যোগদানের ১৮০ দিনের মধ্যে ৷ কর্মচারী ডেপুটেশন/ ফরেন সার্ভিস / ছুটিতে থাকলে  ডেপুটেশন/ ফরেন সার্ভিস / ছুটি থেকে ফেরার পর ১৮০ দিনের মধ্যে H. O .O পৌঁছতে হবে ৷

বেতন নির্ধারণ ঃ 

একজন কর্মচারী যদি রিভাইস স্কেলের জন্য ০১.০১.১৯৯৬ থেকে ০১.০১.১৯৯৭ মধ্যে যে কোনো তারিখ নির্ধারন করেন অথবা ধরে নেওয়া হয় তিনি ০১.০১.১৯৯৬ নিধারন করেছেন তবে তার বেতন এরূপ নির্ধারিত হবে -

👉 বর্তমান ভাতার সঙ্গে বেসিক পের ৪০% শতাংশ সংযোজিত হবে,

👉 বর্তমান ভাতা এমন ভাবে বৃদ্ধি করা হবে যাতে রিভাইস স্কেলের পরবর্তী ধাপে নির্ধারিত হবে শর্তসাপেক্ষে

➡️ রিভাইস পে রিভাইস স্কেলের ন্যূনতম হলে ন্যূনাতমতে নির্ধারিত হবে,

➡️ রিভাইস পে রিভাইস স্কেলের সর্বোচ্চ বেতনের বেশী হলে, সর্বোচ্চ বেতনে নির্ধারিত হবে এবং অবশিষ্ট পারসোন্যাল পে হিসাবে অ্যাডজাস্ট করা হবে যখন সেটি Due হবে ৷

ইনক্রিমেনের তারিখ :

রিভাইস বেতন নির্ধারনের দিন থেকে বারো (১২) মাস চাকুরী সম্পূর্ন হবার পরের  দিন ৷

 Payment of arrears—এই বিধিগুলির অন্য কোথাও থাকা সত্ত্বেও, বা আপাতত বলবৎ অন্য কোনও নিয়মে, ১ লা জানুয়ারী, ১৯৯৬ থেকে ৩১ শে মার্চ, ১৯৯৭ পর্যন্ত সময়ের জন্য কোন সরকারি কর্মচারী প্রাপ্য হতে পারে এমন কোন বকেয়া বেতন নেই,  সরকারী কর্মচারীকে প্রদান করা হবে।  বকেয়া বেতন যা ১লা এপ্রিল, ১৯৯৭  থেকে ৩১ শে অক্টোবর, ১৯৯৮ পর্যন্ত, সরকারী কর্মচারীকে তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করার মাধ্যমে অর্থ প্রদান করা হবে৷সময়কালের জন্য সরকারি কর্মচারী প্রাপ্য হতে পারে।  ১লা নভেম্বর, ১৯৯৮ থেকে কার্যকর সংশোধিত বেতন নগদে প্রদান করা হবে৷

কর্মচারীদের শ্রেণীবিন্যাস :

পে বা পে স্কেল অনুযায়ী কর্মচারীদের শ্রেণী বিন্যাস করা হয়েছে।

GROUP A > ১০১৭৫ টাকা ৷

১০১৭৫ টাকা > /= GROUP B > ৭০৫০ টাকা৷

৭০৫০ টাকা > /= GROUP C > ৪৪০০ টাকা৷

৪৪০০ টাকা > / = GROUP D

এইখানে রোপা ১৯৯৮ বিস্তারিত জানুন

West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2009.

 কার্যকারিতার দিন : ০১. ০১. ২০০৬

অপশন : অফিসিয়াল গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে ৷

বেতন নির্ধারণ : বর্তমান পে এর সাথে ১.৮৬ গুন করে পরবর্তী ১০ এর গুণিতকের সঙ্গে সংশ্লিষ্ট স্কেলের গ্রেড পে সংযোজিত হবে।

Fixation of pay on promotion on or after 1st day of January, 2006. – (1) In case of promotion from one grade pay to another in the revised pay structure on or after the 1st day of January, 2006, the fixation of pay of a government employee shall be made in the following manner, namely:– 

(a) one increment equal to three per centum (3%) of the sum of the pay in the pay band and the existing grade pay shall be computed and rounded off to the next multiple of 10; 

(b) the amount arrived at in clause (a) shall be added to the existing pay in the pay band and in case the pay in the pay band after adding the increment is less than the minimum of the higher pay band to which promotion is taking place, pay in the pay band shall be stepped up to such minimum; after the pay in the pay band so determined, grade pay corresponding to the promotional post shall be granted in addition to this pay in the pay band. 

(2) In case where promotion of a Government employee involves change in the 

pay band, the same methodology as mentioned in clause (a) to clause (c) of sub-rule (1) for fixation of pay, shall be applicable.

(3) The benefit of fixation of pay available at the time of normal promotion under 

this rule shall be allowed in case of non-functional movement to higher scales.

ইনক্রিমেন্টের তারিখ : ১ লা জুলাই বর্তমান পে এর ৩%, হারে ৷

কর্মচারীদের শ্রেণীবিন্যাস :

GROUP A : পে ব্যান্ড নং ৪ ও ৫ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ৪৪০০ টাকা থেকে ১০০০০ টাকার মধ্যে ৷

GROUP B: পে ব্যান্ড নং ৩ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ৩২০০ টাকা থেকে ৪১০০ টাকার মধ্যে ৷

GROUP C: পে ব্যান্ড নং ২ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ১৯০০ টাকা থেকে ২৯০০ টাকার মধ্যে ৷

GROUP D: পে ব্যান্ড নং ১ এর সমস্ত পোষ্ট যাদের গ্রেড পে ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে ৷ 

এইখানে রোপা ২০০৯ বিস্তারিত জানুন

West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2019

কার্যকারিতার দিন : ০১. ০১. ২০১৬

অপশন : অফিসিয়াল গেজেটে প্রকাশের ৩ মাসের মধ্যে ৷

পে নিধারন :

ইনিশিয়াল পে বর্তমান পে এর সঙ্গে ২.৫৭ গুন করে তার নিকটবর্তী টাকা যেটি পে ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট সেল ৷

প্রমোশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট লেভেলে একটি ইনক্রিমেন্ট দিয়ে পরবর্তী লেভেলে পরবর্তী উচ্চতর বেতনের সেলে নির্ধারিত হবো।


ইনক্রিমেনের তারিখ : ১লা জুলাই ৷

কর্মচারীদের শ্রেণীবিন্যাস :

GROUP A : পে লেভেলে ১২ ও উচ্চতর পদ৷

GROUP B: পে লেভেলে ৮ থেকে ১১ সমস্ত পদ৷

GROUP C: পে লেভেলে ৩ থেকে ৭ সমস্ত পদ৷

GROUP D: পে লেভেলে ১ও ২ সমস্ত পদ৷

এইখানে রোপা ২০১৯ বিস্তারিত জানুন


Comments

Popular posts from this blog

Declaration of Assets

  🏠🚲💵💼 Declaration of Asset Declaration of Asset একটি গুরুত্বপূর্ণ বিষয় | সরকারীরা কর্মচারীরা এই বিষয় টি সম্পর্কে ভালোভাবেই পরিচিত । আমি চেষ্টা করলাম যাতে বিষয়টি  যত সহজভাবে বোঝানো সম্ভব হয়। আপনাদের ভালো লগালে পরিশ্রম সার্থক মনে করব। কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করার অনুরোধ জানায়। (সম্পত্তির ঘোষনা) 🔆Declaration of Asset প্রতিটি সরকারী কর্মীদের কর্মচারীদের জমা দিতে হবে, চলতি বছরে ১লা জানুয়ারীর হিসাব অনুযায়ী | 🔆গ্রুপ-ডি কর্মীদের Declaration of Asset জমা দেওয়ার প্রয়োজন নেই। 🔆যারা নতুন চাকরীতে জয়েন করেছেন তাদের জয়েনিং এর তিন মাসের মধ্যে Declaration of Asset জমা করতে হবে। এক্ষেত্রে তাদের চাকরীতে জয়েন করার পূর্ববর্তী বছরের ১লা জানুয়ারী যে পরিমান সম্পত্তি ছিল সেই হিসাব জমা দিতে হবে। 🔆Declaration of Asset এ নিজের সম্পত্তি ব্যতিত তার স্বামী/ স্ত্রী , সন্তান বা তার উপর নির্ভরশীল ব্যক্তির সম্পত্তির হিসাবও দেখাতে হবে|( সংশ্লিষ্ট কর্মচারীর নামে না থাকলেও) | 🔆শেয়ার, স্টক ও অনান্য সিকিউরিটি, গহনা, মোটরগাড়ী এবং স্থাবর সম্পতির যে মূল্য দিয়ে কিনেছিলেন তার উল্লেখ করতে...

GPF or General Provident Fund

  GPF ( General Provident Fund) 💠গ্রুপ এ,বি, সি কর্মীদের ক্ষেত্রে জিপিএফ একাউন্ট মেনটেন  করে এজি বেঙ্গল ও  গ্রুপ-ডি কর্মীদের জিপিএফ মেনটেন করা হয় হেড অফিসে বা সংশ্লিষ্ট কর্মীর সদর দপ্তরে। 👉G.P.F. A/c is maintained by A.G. W.B. for Gr. A. B and C employees. Head of office maintains the G.P.F. a/c. of Gr. D. Staff. Under G. 0. No. 12469-F Dt. 18.12.92. Gr. D contingency staff employed on whole time basis throughout the year and getting pay in regular time-scale plus allowances as admissible with incremental benefits may come under the purview of G.P.F. Rules.  👉 The existing system of maintaining G.P.F. A/C of Gr. D employees will not change merely on appointment/ admission to higher grade pay scale within the same category of Gr-D posts-until they change their status to higher posts belonging to Gr. C. categories.[ No. 11160 F dt. 29.6.88} 💠জিপিএফ সাবস্ক্রিপশন সমস্ত সমস্ত সরকারি কর্মচারী জন্য  বাধ্যতামূলক  এক বছর  চাকরি পূর্ণ হলে  জিপিএফ ...

Corruption and Consequences

Corruption & Consequences   THE PREVENTION OF CORRUPTION ACT, 1988 ARRANGEMENT OF SECTIONS CHAPTER I PRELIMINARY SECTIONS 1. Short title and extent. 2. Definitions. CHAPTER II APPOINTMENT OF SPECIAL JUDGES 3. Power to appoint special Judges.  4. Cases triable by special Judges.  5. Procedure and powers of special Judge.  6. Power to try summarily. CHAPTER III OFFENCES AND PENALTIES 7. Public servant taking gratification other than legal remuneration in respect of an official act.  8. Taking gratification, in order, by corrupt or illegal means, to influence public servant.  9. Taking gratification, for exercise of personal influence with public servant.  10. Punishment for abetment by public servant of offences defined in section 8 or 9.  11. Public servant obtaining valuable thing, without consideration from person concerned in proceeding or business transacted by such public servant.  12. Punishment for abetment of offences defined in se...

Half pay leave and Commuted Leave

  Rule 173 (1) of West Bengal Service Rules Part 1 অর্ধবেতন ছুটি (Half-pay leave)  👉কর্মচারীর এক বছর চাকরিকাল সম্পূর্ণ হলে ২০ দিন অর্ধবেতন ছুটি তার লিভ অ্যাকাউন্টে জমা হয়। এখানে বছর বলতে বােঝায় ৩৬৫ দিন ধরুন, একজন কর্মচারী ১০ এপ্রিল চাকরিতে যােগদান করেছেন, পরের বছর ১০ই এপ্রিল তাঁর অর্ধবেতন ছুটির অ্যাকাউন্টে ২০ দিন ছুটি জমা হবে। ১.৭.২০০১ থেকে প্রতিটি কর্মচারীর হাপ পে লিভ অ্যাকাউন্টে প্রতি বছর ১ জানুয়ারি ১০ দিন অগ্রিম হাফ পে লিভ জমা হবে এবং ১ জুলাই অগ্রিম ১০ দিন হাফ পে লিভ জমা হবে। এখানে উল্লেখ্য, ১ ক্যালেন্ডার মাস সম্পূর্ণ চাকরি হলে প্রতি মাসের জন্য ৫/৩ দিন ছুটি জমা হবে। যদি কেহ ১ জানুয়ারি চাকরিতে যােগদান করেন সেক্ষেত্রে ১ জানুয়ারি তাঁর অর্ধবেতন ছুটি জমা হবে ১০ দিন; কিন্তু যদি তিনি ২ জানুয়ারি চাকরিতে যােগদান করতেন সেক্ষেত্রে অগ্রিম অর্ধবেতন ছুটি জমা হত ৮.৩৩ দিন অর্থাৎ ৮ দিন (Fraction of the day shall be rounded off in the nearest day)। (G.O. No. 3453-F dt. 28.3.2001)। 👉যেখানে অনুপস্থিতি অথবা সাসপেনশান সময়কালটি ডাইস-নন হিসাবে গণ্য হয়, সেখানে তা বছরের যে অর্ধে হবে অর্থাৎ...

Maternity Leave

 Maternity Leave 👉 মাতৃত্বকালীন ছুটি বা Maternity Leave আগে ছিল ১৩৫ দিন বর্তমানে এটি বর্ধিত করে সর্বাধিক ১৮০ দিন করা হয়েছে। 👉 মাতৃত্বকালীন ছুটির সময় কালকে Dies non হিসাবে বিবেচনা করা হবে না ও এই সময়কালকের ছুটিকে সবেতন ছুটি হিসেবে গণ্য করা হবে। 👉 রাজ্য সরকারের contractual কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। 👉 Abortion বা Miscarriage এর ক্ষেত্রে ছুটির সর্বাধিক পরিমান ৪২ দিন ৷   GOVERNMENT OF WEST BENGAL Finance [Audit] Department  "NABANNA"  325,S.C.Road, Howrah- 711 102 No.:4821-F(P)/FA/O/2M/235/16[NB]       Dated :03.08.2017. MEMORANDUM In terms of Memo No.7844-F dated 17.10.2008, female employees engaged on contract basis are entitled to get the benefit of maternity leave for a maximum period of 135 days with contractual remuneration as per terms and conditions of contract. The matter of enhancement of the upper limit of maternity leave irrespective of the category of contractual employee was under consideration of the Government for somet...

Difference between GD and FIR

  GD বা General Diary এবং FIR বা First Information Report এই শব্দ গুলির সঙ্গে আমরা সকলেই কম বেশী পরিচিত ৷ এই দুটি জিনিস একনয় ৷ আসুন দেখে নেওয়া যাক GD ও FIR এর মধ্যে পার্থক্য ৷ 👉GD বা General Diary হল এমন একটি বই ( সাধারনত ১০০টি পাতা থাকে) যাতে একটি থানার প্রতিটি ঘটনার বিবরন থাকে ৷ যেমন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মীদের যাওয়া আসা , চার্জগ্রহন, আসামীর অ্যারেস্ট ইত্যাদি দৈনন্দিন কাজকর্মের বিবরণ থাক GD Book এ ৷ এটি থানার কর্মীদের দ্বারা Maintain করা হয় ৷ 👉 FIR বা First Information Report হল এমন একটি লিখিত বিবরণ যা যে কোনো সূত্র থেকে পাওয়া তথ্য ৷ FIR এ অভিযোগীকারী বা তথ্য প্রদানকারী সহি বা LTI থাকবে ৷ ৷ FIR এর একটি কপি সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনামূল্যে প্রদান করা হয়৷ অরিজন্যাল FIR টি কোর্টে পাঠানো ও একটি নির্দিষ্ট কেস শুরু হয় ৷ 👉Police Act ধারা 88 এ GD বিষয়টি উল্লেখ আছে। FIR এর বিষয়টি ফৌজদারী কার্যবিধি ( CrPC) ধারা ১৬২ তে উল্লেখ আছে ৷ 👉 GD is a record of all important events which take place in a police station. e.g arrival and departure of police staff, handing over and taking over of c...