Skip to main content

Structure of Government Accounts




 

Structure of Government Accounts

আমরা প্রত্যেকেই উপার্জন করি ও খরচা করি ।সেই রকম দেশ তথা রাজ্যের উপার্জন ও খরচের একটি নির্দিষ্ট একাউন্ট থাকে।

এই বিষয়টি ভালোভাবে জানার আগে কয়েকটা জিনিস জেনে থাকলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি ভারতীয় সংবিধানের 266 নম্বর ধারা ।এখানে কনসোলিডেটেড ফান্ডের কথা বলা আছে ।

এখন প্রশ্ন হচ্ছে এই কনসোলিডেটেড ফান্ড( consolidated fund )কি?

 কনসোলিডেটেড ফান্ড( consolidated fund ) হলো সরকার যে পরিমাণ টাকা উপার্জন করে ট্যাক্স থেকে ও বিভিন্ন প্রকার ধার থেকে এটা হল বার্ষিক আর্থিক যে স্টেটমেন্ট থাকে তার একটি অংশ অপর দুটি অংশ হলো কন্টিনজেন্সি ফান্ড ও পাবলিক একাউন্ট।

 what is consolidated fund of India?

 The revenue generated generated from direct taxes and indirect taxes, corporate taxes, asset sale, earning from state-run companies etc is the consolidated fund of India. 

Sources of consolidated fund 

  • revenue generated from direct taxes such as income tax corporate tax etc , 

  • revenue generated from divident and profit from PSUs,

  • money earned from governments general services,

  •  disinvestments Debt repayment

  • Loan recoveries 

Contingency Fund

 এরপর আসি কন্টিজেন্সি ফান্ডের কথায় ৷ কন্টিজেন্সি ফান্ডে তৈরি করা হয়েছিল কোন বিপর্যয় বা জরুরি  খরচা বহন করার জন্য ৷ এটির কথা সংবিধানের 267 নম্বর ধারায় উল্লেখ করা আছে ৷ এটি আধার বর্তমানে 500 কোটি টাকা৷ this fund is built to meet unexpected or unforeseen expenditure

Public Accounts

পাবলিক একাউন্ট এই ফান্ড টি কনসোলিডেটেড ফান্ডের ব্যতীত অন্যান্য যেসব সরকারি উপার্জন হয় তা দ্বারা গঠিত যেমন ব্যাংক সেভিং একাউন্ট বিভিন্ন বিভাগের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প প্রভিডেন্ট ফান্ড পোস্টাল ইনসিওরেন্স ইত্যাদি 

All other public money which are not included in consolidated fund are credited to  public accounts.

 This includes 

  • Bank savings accounts of different departments or  Ministries National Small savings fund

  •  National investment fund 

  • Provident fund ,

  • postal insurance etc


অন্যান্য রাজ্যের মতন আমাদের পশ্চিমবঙ্গের সরকারি আয় ব্যয়ের জন্য এই তিনটি ফান্ড আছে কনসোলিডেটেড ফান্ড, কন্টিজেন্সি ফান্ড ও পাবলিক একাউন্ট |

All monies, receipts and disbursements made by the government are divided into the following three parts, in accordance with the provisions contained in Art. 266 & 277 of the Constitution of India; 

  •  Consolidated Fund of the State 

  • Contingency Part of the State

  •  Public Account of the State 


 Consolidated Fund of the State: The Fund is divided 

into the following three divisions: 

  • Revenue 

  •  Capital 

  • Debt, comprising public debt, loans and advances and inter-state settlements. 


Contingency Fund of the State—Part II of the Accounts records transactions relating to the Contingency Fund which is in the nature of an imprest placed at the disposal of Governor for meeting urgent unforeseen expenditure pending authorization from the Legislature. 


Public Account—

The "Public Account" incorporates transactions in respect of which Government functions as a banker, and incurs a liability to repay the moneys 

received or has a claim to recover the amount paid as distinct from transactions relating to the receipts and disbursements on revenue, capital and loan accounts. It also includes "Suspense" and "Remittance" heads of accounts which are operated as mere adjusting heads pending eventual clearance by either transfer to the final heads of account, payment or recovery. 

In order to have an appropriate and well-defined grouping of the various transactions under Public Account, the different major heads of accounts are grouped under following broad sectors: 

  •  Small Savings, Provident Funds, etc. 

  •  Reserve Funds, 

  •  Deposits and Advances, 

  •  Suspense and Miscellaneous,

  •  Remittances, 

  •  Cash Balance. 

While the first three sectors mainly comprise of receipts and payments other than those falling under debt heads pertaining to the Consolidated Fund, the following two sectors, viz., 'Suspense and Miscellaneous' and 'remittances' consist mainly 

of adjusting heads where entries are subsequently cleared by adjustment under final heads of accounts.

 ©️ সরকারী বন্ধু


আরো এরকম অর্ডার পেতে এখানে ক্লিক করুন

Comments

Popular posts from this blog

Leave rules

 Leave Rules সাধারন নিয়মাবলী Leave rules ➡️ যে সমস্ত সরকারী কর্মচারী চাকরী থেকে dismiss বা remove করা হয়েছে , কিন্তু appeal বা revision এ পুনঃবহাল হয়েছেন তারা আগেকার চাকরীর ছুটি পাওয়ার যোগ্য। ➡️ কোনো সরকারী কর্মচারী যদি অন্য দপ্তরে আবেদন করেন (অন্য অফিস বা Department) সেই আবেদন যদি Through Proper Channel করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার পূর্ববর্তী service এর leave Count করা হবে। ➡️ ছুটি কর্মচারীর অধিকারের মধ্যে পাড়ে না। ➡️ ছুটি চলাকালীন কোনো কর্মচারীকে ছুটি থেকে Recall ও করা যেতে পারে ৷ ➡️ যে সব কর্মচারী medical Certiticate এ ছুটিতে আছেন তাকে join করার আগে Fitness Certificate দাখিল করতে হবে। ➡️ কোনো সরকারী কর্মচারী একটানা ৫ বছরের অধিক ছুটিতে থাকতে পারবে না ৷ ( R.34) ➡️ ইচ্ছাকৃত অনুপস্থিতির জন্য কর্মচারীর বিরুদ্ধে disciplinary action নেওয়া হতে পারে ৷ ➡️ বিশেষ কারণে কোনো ছুটিতে থাকা  কর্মচারীর ১৪ দিন পর্যন্ত retrospectively বর্ধিত করা হতে পারে। *A Government employee who is dismissed or removed form the public service, but is reinstated on appeal or revision is entitled ot count...

Group Insurance & Saving Scheme

  GROUP INSURANCE -cum- SAVINGS SCHEME GIS Insurance ও GIS Savings হল Salary বা বেতনের Deduction Component. অন্য দুটি হল GPF ও p. Tax. এটা সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক ৷ অস্থায়ী কর্মচারী, দৈনিক মজুরী, চুক্তিভিত্তিক ইত্যাদি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রোপা ২০০৯ অনুযায়ী গ্রুপ - এ কর্মীদের কাটা হয় ৮০ টাকা৷ সেক্ষেত্রে তিনি ৮০,০০০ টাকার বীমার সুবিধা পেতেন। অনুরূপভাবে গ্রুপ - বি কর্মীদের কাটা হয় ৪০ টাকা ও তিনি  ৪০,০০০ টাকার বীমার সুরক্ষা পাবেন। ৮০ টাকা ( গ্রুপ এ ) = ২৪ টাকা ( Insurance Fund ) + ৫৬ টাকা (saving Fund )  ৪০ টাকা ( গ্রুপ বি ) = ১২ টাকা ( Insurance Fund ) + ২৮ টাকা (saving Fund )  ২০ টাকা ( গ্রুপ সি ) = ৬ টাকা ( Insurance Fund ) + ১৪ টাকা (saving Fund )  ১০ টাকা ( গ্রুপ ডি ) = ৩ টাকা ( Insurance Fund ) + ৭ টাকা (saving Fund )  কর্মচারীরা এক বা  একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারেন ৷ চাকুরীরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে তার আইনসঙ্গত উত্তরসূরীরা GIS ও GISS টাকা পাবেন ৷ ( নমিনি না থাকল) Sanctioning Authority হল HoF | রোপা ২০...

West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980

  West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980 1. Short title, application and commencement (1) These rules may be called the West Bengal Services (Duties, Rights and Obligations of the Government employees) Rules, 1980. (2) They shall apply to all employees at die Goverment of West Bengal: Provided that nothing in these rules shall apply to persons appointed to any All India Service and members of the Police, and Jail Staff falling under the purview of the Jail Code. (3) They shall be deemed to have come into force with effect from the 1st, day of June, 1980. 2. Definitions In these rules, unless there is anything contrary to the context.- (a) ”appointing authority” in relation to a Government employee, means the authority empowered to make appointment to the service or post held by him for the time being: (b) ”Government” means the Government of West Bengal; (c) ”Govemment employee” means a person appointed to a service or post in ...

Seniority rules

Seniority Rules   Government of West Bengal  Finance Department Audit Branch No. 1882-F.    Calcutta, the 11th March, 1981. N O T I F I C A T I O N In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India, the Governor is pleased to make the following rules :-- Rules 1. Short title and commencement —(1) These rules may be called the West Bengal Services (Determination of Seniority) Rules, 1981. (2)    They shall come into force on the 11th March, 1981. 2. Application—These rules shall apply to all Government servant except— (1) members of the All India Services ; (2)members of the West Bengal Higher Judicial Service ; (3)members of the West Bengal Civil Service (Judicial) ; (4) members of the West Bengal Civil Service ; (5) members of the West Bengal Police Service ;  3. Definitions —In these rules, unless the context otherwise requires— (i) “appointing authority” in relation to a post means the authority competen...

Scheme for voluntary retirement of State Government employees on completion of 20 years qualifying service

  GOVERNMENT OF WEST BENGAL FINANCE DEPARTMENT AUDIT BRANCH                    No.6620-F                                   Calcutta,the 20 th August.1981.   MEMORANDUM   Subject: Scheme for voluntary retirement of State Government employees   on completion of 20 years qualifying service .     In pursuance of the recommendation of the Pay Commission, West Bengal, the Governor has been pleased to decide that the State Government employees who have put in not less than 20 years qualifying service may, by giving notice of 3 months in writing to the appointing authority, retire from Service voluntarily. This Scheme is purely voluntary the initiative resting with the Government servant himself. The Government does not ha...

Foreign Tour by Government Employees

Foreign Tour by Government Employees   GOVERNMENT OF WEST BENGAL  HOME (P & AR) DEPARTMENT No. 974-PAR (Vig).      Kolkata, the 25th July, 2000 From : Shri Manish Gupta  Chief Secretary to the Government of West Bengal   To : The Principal Secretary/Secretary  Finance Department On careful consideration, it has been decided that henceforth the Cadre Controlling Authority (CCA), in the respective Government Department, will issue ‘Vigilance Clearance to the Officers belonging to the respective services for the following purposes: 'A' (i) For Granting NOC (No Objection Certificate) for obtaining of passports. (ii) For according permission to travel abroad either in a personal or official capacity. (iii) For awarding promotion. (iv) For recommendation of medal/award, and (v) For voluntary retirement/retirement.  The above will not apply in the following cases : 'B'  (a) Officers under suspension.  (b) Officers in respect of whom di...