Skip to main content

Posts

Showing posts from May, 2021

Quarantine leave

  Quarantine leave কোয়ারেন্টাইন লিভ 👉 এই প্রকার ছুটি কয়েকটি বিশেষ ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কর্মচারী বা তার পরিবারের / একই বাড়ীর কেউ আক্রান্ত হলে যদি কর্মক্ষেত্রে তার উপস্থিতি অন্য কর্মচারীদের  বিপজ্জনক মনে হয় তাহলে এই প্রকার ছুটি সংশ্লিষ্ট কর্মচারী পেতে পারে ৷ 💠 কোন কোন রোগের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে- Sacrlet Fever Plague ( Bueekmonic or bubonic) Typhus Cerebro-spinal meningitis  এছাড়া যারা খাবার প্রস্তুতি বা বিতরনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নীচের রোগগুলি ও প্রযোজ্য Dysentery Enteric fever (Typhoid fever) Malta Fever Paratyphoid fever ➡️বর্তমানে আরও কয়েকটি রোগ সংযোজিত হয়েছে যেমন- {সূত্র -No.3230- F(P) Dt.18.11.20} SARS MARS COVID-19 Avian Influenza (H5N1)/ Novel Influenza Crimean Congo Haemorrhagic Fever (CCHF) 🙋 এই প্রকার ছুটি সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত পাওয়া যায় মেডিক্যাল অফিসার বা পাবলিক হেল্থ অফিসারের সার্টফিকেটের ভিত্তিতে ৷ ➡️ এই প্রকার ছুটি অন্য ছুটির সঙ্গে Continue করা যায় ৷ Quarantine leave.  Rule 198.  (1) Where, in consequence of the