Skip to main content

Posts

Showing posts from September, 2020

GPF statement download

  📲🤳কীভাবে আপনার মোবাইলে GPF স্টেটমেন্ট ডাউনলোড করবেন? How you can download GPF statement on your mobile? #sarkaribandhu প্রথমে আপনার মোবাইলে  Google সার্চে গিয়ে agwb টাইপ করুন ৷ এরপর সার্চ এ ক্লিক করুন 2. এখানে  সবচেয়ে উপরে Principal Accountants General সাইটটি show করবে 3. e-GPF Status Login এ ক্লিক করুন ৷ 4. SUBSCRIBER LOGIN এ ক্লিক করুন৷ 5. ঘরগুলিতে আপনার তথ্য গুলি দেন। GPF no এই ঘরে শুধু GPF নম্বরটি লিখুন ৷  সবশেষে Image Code টি দেন। 7. সব তথ্য দেওয়ার পর Submit এ ক্লিক করুন ৷ 8. এরপর আপানার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ৷ OTP এন্টার করুন ৷ Submit বটন ক্লিক করুন ৷ 9. আপানার GPF অ্যাকাউনের Dashboard ওপেন হবে ৷   10. উপরের দিকে GPF অ্যাকাউন্ট statement এর ঘরে ক্লিক করুন৷ 11. কোন Financial Year এর জানতে চান ৷ সেটি Select করুন ৷ এরপর ডাউনলোড এ ক্লিক করলে GPF স্টেটমেন্ট আপানার মোবাইলে Downlond হয়ে যাবে। 12. আপনার স্টেটম্যন্ট PDF ফরম্যাটে Download হবে। ওপেন করলে আপনার GPF অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে পাবেন। ©️ সরকারী বন্ধু Click here for more details এছাড়া আপনি WBifms এ user Id ও Pa

Change of Name or surname

  #sarkaribandhu Change of Name / Surname নাম ও পদবির পরিবর্তন ১.সরকারী কর্মচারীরা নাম ও পদবির পরিবর্তন করতে চাইলে নীচের দেওয়া Deed (নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে)টি পূরন করে দাখিল করতে হবে। এর সঙ্গে স্থানীয় সংবাদপত্র ও কলকাতা গেজেট নাম বা পদবী পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করতে হবে ৷এর জন্য সমস্ত খরচ সংশ্লিষ্ট কর্মচারীকে বহন করতে হবে ৷ 💠💠💠(ফর্মটি নীচে দেওয়া আছে ) ২.কিন্তু কোন মহিলা সরকারি কর্মচারী যদি কোন পরিবর্তন করতে চান( সাধারণত বিবাহ পরবর্তীকালে )তাহলে তিনি অ্যাপয়েন্টিং অফ অথরিটি কে নিয়মমাফিক জানালেই হবে  ৷এক্ষেত্রে তার স্বামীর বিস্তারিত বিবরণ দিতেে হবে সার্ভিস বইয়ের নথিভুক্তকরণ এর জন্য ৷ এের নির্দিষ্ট কোনো ফর্ম নেই) ৩. কোন মহিলা সরকারি কর্মচারী যদি তার পূর্ববর্তী পদবীতে ফিরে যেতে চান (স্বামীর মৃত্যু / বিবাহ বিচ্ছেদ বা অন্য কারনে ) তাহলে তাকে নিয়মমাফিক অ্যাপয়েন্টিং অথরিটি কে জানাতে হবে ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে তার স্থিতি অর্থাৎ বিধবা / বিবাহ বিচ্ছিন্ন এর সম্পর্কে জানাতে হবে ৷ এের নির্দিষ্ট কোনো ফর্ম নেই) নীচের দেওয়া আদেশনামা টি দেখুন - GOVERNMENT OF WEST BENGAL F

Service Book

Service Book #sarkaribandhu A service book must be maintained for every whole time government employee other than those who are employed casually or daily wage basis in such a format provided by Auditor General. সার্ভিস বুক হলো এমন একটি রেকর্ড যেখানে একটি সরকারি কর্মচারীর কর্মজীবনের সমস্ত কার্যকলাপ লিপিবদ্ধ থাকে ৷সার্ভিস বুক সার্ভিস বুক প্রতিটি কর্মচারী ক্ষেত্রে অবশ্যই মেন্টেন করতে হবে যদি না তিনি অস্থায়ী বা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন ৷ A duplicate service book shall also be maintained for each Government employees from the date of his first appointment to the government service. One copy of the service book shall be kept in the custody of head office. This copy of service book shall be sent from of office to office his posting.   সার্ভিস বইয়ের একটি কপি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মচারীর হেড অফিসে  থাকবে ও ডুবলিকেট কপিটি কর্মচারীর কাছে থাকবে For offices of the West Bengal civil service( executive) and the the West Bengal police service the service book will be maintained Centrally by t

GPF or General Provident Fund

  GPF ( General Provident Fund) 💠গ্রুপ এ,বি, সি কর্মীদের ক্ষেত্রে জিপিএফ একাউন্ট মেনটেন  করে এজি বেঙ্গল ও  গ্রুপ-ডি কর্মীদের জিপিএফ মেনটেন করা হয় হেড অফিসে বা সংশ্লিষ্ট কর্মীর সদর দপ্তরে। 👉G.P.F. A/c is maintained by A.G. W.B. for Gr. A. B and C employees. Head of office maintains the G.P.F. a/c. of Gr. D. Staff. Under G. 0. No. 12469-F Dt. 18.12.92. Gr. D contingency staff employed on whole time basis throughout the year and getting pay in regular time-scale plus allowances as admissible with incremental benefits may come under the purview of G.P.F. Rules.  👉 The existing system of maintaining G.P.F. A/C of Gr. D employees will not change merely on appointment/ admission to higher grade pay scale within the same category of Gr-D posts-until they change their status to higher posts belonging to Gr. C. categories.[ No. 11160 F dt. 29.6.88} 💠জিপিএফ সাবস্ক্রিপশন সমস্ত সমস্ত সরকারি কর্মচারী জন্য  বাধ্যতামূলক  এক বছর  চাকরি পূর্ণ হলে  জিপিএফ  সাবস্ক্রিপশন  শুরু হয়। 👉 Subscription to