Skip to main content

Posts

Showing posts with the label West Bengal service rules

Structure of Government Accounts

  Structure of Government Accounts আমরা প্রত্যেকেই উপার্জন করি ও খরচা করি ।সেই রকম দেশ তথা রাজ্যের উপার্জন ও খরচের একটি নির্দিষ্ট একাউন্ট থাকে। এই বিষয়টি ভালোভাবে জানার আগে কয়েকটা জিনিস জেনে থাকলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি ভারতীয় সংবিধানের 266 নম্বর ধারা ।এখানে কনসোলিডেটেড ফান্ডের কথা বলা আছে । এখন প্রশ্ন হচ্ছে এই কনসোলিডেটেড ফান্ড( consolidated fund )কি?  কনসোলিডেটেড ফান্ড( consolidated fund ) হলো সরকার যে পরিমাণ টাকা উপার্জন করে ট্যাক্স থেকে ও বিভিন্ন প্রকার ধার থেকে এটা হল বার্ষিক আর্থিক যে স্টেটমেন্ট থাকে তার একটি অংশ অপর দুটি অংশ হলো কন্টিনজেন্সি ফান্ড ও পাবলিক একাউন্ট।   what is consolidated fund of India?  The revenue generated generated from direct taxes and indirect taxes, corporate taxes, asset sale, earning from state-run companies etc is the consolidated fund of India.  Sources of consolidated fund  revenue generated from direct taxes such as income tax corporate tax etc ,  revenue generated from divident and profit from PSUs, money e...